1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

পাবনায় গৃহবধু নির্যাতন ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন

পাবনা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
গৃহবধু সায়মা খাতুন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন। ছবি- মোস্তাক

পাবনা সদর উপজেলার মহাদেবপুর গ্রামে যৌতুকের দাবীতে গৃহবধু নির্যাতন ও মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্ট্রান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও পাবনা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেছেন জেলা হিউম্যান ডিফেন্ডারস নেটওয়ার্ক ও জাতীয় মহিলা সংস্থা ও ক্ষুদ্র এনজিও জোট । পহেলা আগষ্ট (মঙ্গলবার ) সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানব বন্ধনে বক্তব্য দেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, পাবনার আহবায়ক বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক বাঁচতে চাই পরিচালক আব্দুর রব মন্টু, ডিফেন্ডারস নেটওয়ার্কের কো-আহবায়ক পূর্নিমা ইসলাম, জেলা মহিলা পরিষদ সভাপতি কামরুন্নাহার জলি, ক্ষুদ্র এনজিও জোট সভাপতি নাসরিন পারভীন, সাধারন সম্পাদক আবু হানিফ, সাংবাদিক ও মাবনাধিকার কর্মী তৌফিক হাসান, সাঈদ ইসলাম, নাট্য সংগঠক ভাস্কর চৌধুরী প্রমুখ। প্রায় ঘন্টাব্যাপী মানব বন্ধনে নিহত গৃহবধুর পরিবারের সদস্য, গ্রামবাসী সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ নারী পুরুষ শরীক হয়। ৩ সপ্তাহ অতিবাহিত হলেও হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার না করায় এবং মামলার বাদীকে মামলা তুলে নিতে ভয়ভীতি ও হুমকি দেওয়ায় প্রশাসনের প্রতি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

উল্লেখ্য, সদরের ভাঁড়ারা ইউনিয়নের মহাদেবপুর পূর্বপাড়া গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধু সায়মা খাতুন (২১)কে নির্যাতন ও বিষ প্রয়োগে হত্যা করে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা। হত্যার অভিযোগে জেলা পাবনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মোকদ্দমা ( পিটিশন নং ২২৮/২০২৩, তাং ১৯/৭/২০২৩ এবং পাবনা থানায় মামলা নং ৬২ তাং ২২/৭/২০২৩ খ্রি.) দায়ের করেছে নিহতের পিতা দিনমজুর আজমত আলী। মামলার বর্ননা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ১১/৭/২০২৩ সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পরিকল্পিতভাবে সায়মার স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকেরা যৌতুকের জন্য গৃহবধুর উপর

নির্যাতন করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে মেয়ের বাবার বাড়ির লোকেরা গিয়ে দেখে মেয়ে উঠানে টান হয়ে পরে আছে এবং মুখ দিয়ে ফ্যানা ও রক্ত বের হচ্ছে। তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় মেয়ের শরীরে ঘাস মারা বিষাক্ত পয়জন আছে। হাসপাতালে চিকিৎসাকালীন একটি ভিডিও বার্তায় সায়মা তার জবানবন্দিতে স্বামী রাকিব হোসেন, শ্বশুর দবির উদ্দিন মন্ডল, শ্বাশুরী রাজিয়া খাতুন ও দেবর শামীম হোসেনের বিরুদ্ধে মারপিট করে জোড়পূর্বক বিষ খাওয়ানোর কথা বলে গেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত ১৩ জুলাই সায়মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৪/৭/২০২৩ সকাল পৌনে ৮ টায় তিনি মৃত্যুবরন করেন। নিহতের জবানবন্দী থাকার পরও থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে কোর্টে মামলা করার পরামর্শ দেন থানা কর্তৃপক্ষ। এদিকে সায়মাকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসাকালীন তার স্বামী ও শ্বশুরবাড়ির কাউকে সেখানে পাওয়া যায়নি। মামলার পর আসামীপক্ষ মামলা তুলে নিতে বাদিকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে এবং আসামীরা নির্বিঘ্নে এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না।

জানা যায়, গত ২০২২ সালের মার্চ মাসে কোলাদী গ্রামের আজমত মোল্লার মেয়ে সায়মা খাতুনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মহাদেবপুর গ্রামের নবির মন্ডলের ছেলে কাঠমিস্ত্রি রাকিব হোসেনের। বিয়ের পর থেকে যৌতুক লোভী রাকিব, ও তার বাবা, মা ও ভাই সায়মাকে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করে এবং যৌতুক না দিলে তালাক দেওয়ার হুমকি দেয়। দরিদ্র পিতা মেয়ের সুখের কথা চিন্তা করে ইতিপূর্বে দফায় দফায় ২ লাখ ১০ হাজার টাকা প্রদান করে। গত ৪ ফেব্রুয়ারী মেয়েকে শ্বশুরবাড়ি হতে বাপের বাড়িতে তাড়িয়ে দেয় এবং ১১ ফেব্রুয়ারিতে জামাই রাকিব যৌতুকের জন্য অকথ্যভাষায় গালিগালাজ করে সায়মার ১৭ দিনের শিশু সন্তান রাহাতকে জোরপূর্বক নিয়ে যায়। থানায় অভিযোগ করায় এসআই আশুতোষ শিশুকে দ্রুত উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়। ২১ এপ্রিল মেয়ের শ্বশুর এসে সায়মাকে নিয়ে যায়। ৩০ জুন মেয়ের বাবা ও চাচার সামনেই যৌতুকের টাকা না দিলে মেয়েকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। নিরুপায় পিতা আজমত মোল্লা নগদ টাকা না থাকায় নিজের পালিত ১ টি ষাড় গরু ও ৩ টা খাসি যাহার আনুমানিক মুল্য ১ লাখ ৭০ হাজার টাকা ১০ জুলাই মেয়ের বাড়িতে পৌছে দেয়।

পরের দিন গত ১১/৭/২০২৩ খ্রি. সন্ধ্যা পৌনে ৭টার দিকে মেয়ের উপর নেমে আসে সেই পাশবিক নির্যাতন। তাকে মারপিট করে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে। পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় ১৪/৭/২০২৩ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত সায়মার স্বামী রাকিব, তার পিতা, মাতা ও ভাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্ট্রান্তমুলক কঠোর শাস্তির দাবিতে আজ মানব বন্ধন করেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক সহবিভিন্ন সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews