আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।
সেখানে কোনো সংঘাত হবে না। সরকার, মিডিয়া, সুধীসমাজ, সব রাজনৈতিক দল সকলে তাদের ভূমিকা রাখতে পারবে।
বৈঠক নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বৈঠকটি বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের একটি অংশ। আমরা নিয়মিত বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় পরিদর্শন করছি।
আমি সব জায়গায় একই বার্তা দিয়েছি। সেটা হচ্ছে, আমেরিকান নীতি যে আমরা সমর্থন করি―অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। সঙ্গে কোনো পক্ষ থেকে কোনো সংঘাত নয়।’
এর আগে সকাল ১১টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান পিটার হাস। বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা অংশ নেন। সকাল সোয়া ১১টা থেকে শুরু হওয়া এ বৈঠক চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।