ঘনিয়ে আসছে এশিয়া কাপের আসর। অনেক নাটকীয়তার পর এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। যদিও পাকিস্তানই এবারের আসরের আয়োজক। আগেই সূচি প্রকাশিত হয়েছে।
৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া আসরে মোট ম্যাচ হবে ১৩টি। এবার ম্যাচ শুরুর সময় জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এবারের আসরের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এর আগে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে টস।
ফাইনালসহ সবগুলো ম্যাচই একই সময়ে শুরু হবে। গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হবে ক্যান্ডিতে আর ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে টিম টাইগার।
এ বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ থাকায় এশিয়া কাপও হবে ৫০ ওভারের ফরম্যাটে।
১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল। মূলত ভারতীয় দল পাকিস্তানের মাটিতে খেলতে রাজি না হওয়ায় ‘হাইব্রিড মডেলে’ অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। যাতে ভারত তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কার মাটিতে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট