জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী সারাদেশে পালিত হচ্ছে। সরকারী কর্মসূচী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচী পালন করছে। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে হাসুমণির পাঠশালা বঙ্গমাতার কবরে শ্রদ্ধা নিবেদন করে।
বঙ্গমাতার তাঁর জীবন ও কর্ম নিয়ে নির্মিতব্য সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “বঙ্গবন্ধুর রেণু”র লোগো এবং ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি।
আওয়ামী লীগ নেত্রী মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল মান্নান, বাংলাদেশের সিনেমা অঙ্গনের জীবন্ত কিংবদন্তি বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ব্যক্তিত্ব, অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম, জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আসলাম বাদল, সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান মুকুল প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট