তিনি বলেন, ‘ওই ভবন বা আসবাবপত্রের তেমন কোনো ক্ষতি হয়নি; তবে নথিপত্র ও মূল্যবান কাগজ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।’
বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি অফিস) রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই রুমে রক্ষিত মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন ধারণা করছে। ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলার উত্তর-পূর্বপাশে অবস্থিত রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে কর্তব্যরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করলে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিক বিষয়টি বগুড়া ফায়ার সার্ভিসে জানানো হলে সেখান থেকে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। প্রায় ৪৫ মিনিট আগুন জ্বলে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘ওই ভবন বা আসবাবপত্রের তেমন কোনো ক্ষতি হয়নি; তবে নথিপত্র ও মূল্যবান কাগজ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।’
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট