রাজধানীর তেজগাঁও এলাকা থেকে কুমিল্লা জেলার কোতয়ালী থানার ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আসামির নাম মো. নাফিস ইমরান সাদ।
৮ আগস্ট বিকেলে এ তথ্য জানান র্যাব-৩ স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক।
তিনি বলেন, রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সোমবার (৭ আগস্ট) গভীর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী থানার ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাফিস ইমরান সাদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে ফারজানা হক জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে গত ৪ আগস্ট কুমিল্লা জেলার কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।