মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার ৭৩১ জন। ঢাকার বাইরে এক হাজার ২৫৩ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন চার হাজার ১০ জন। ঢাকার বাইরে পাঁচ হাজার ১০৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৮৯ হাজার ৮৭৫ জন।
চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে ৪২৬ জন। এর মধ্যে ঢাকার ৩২৩ জন। ঢাকার বাইরে ১০৩ জন।