ছাত্র ইউনিয়ন সাতমাথা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ মুহাইমিনুল হক ইমন এর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আজ বিকাল ৬ টায় জেলা কার্যালয়ে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, উদীচী বগুড়ার সহ-সভাপতি এ্যাডভোকেট লুৎফর রহমান, যুব ইউনিয়ন বগুড়ার সভাপতি ফারহানা আক্তার শাপলা, ছাত্র ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, সহ-সভাপতি সাগর পারভেজ, সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক, প্রমুখ, সাংস্কৃতিক সম্পাদক প্রমিতা বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য মুহাইমিনুল হক ইমন জন্মের পর থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল। ২০১৯ সালে ১৬ আগস্ট ইমন মৃত্যুবরণ করেন।