
এর আগে ১৯ আগস্ট সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশু গ্রেপ্তার হন। পরদিন ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন।
এরপর আদালত রিমান্ড শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করতে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে দেন মিশু, তার স্বামী ও অজ্ঞাতপরিচয় কয়েকজন সহযোগী।


																
								
                                    
									
                                
							
														







												
												
												
												






