দেশের উত্তর জনপদের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া সরকারি আজিজুল হক কলেজ।শিক্ষায় সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিসের অংশ হিসেবে ১৯৭৮ সাল থেকে এখানে চালু আছে রোভার স্কাউটিং কার্যক্রম।নেতৃত্ব বিনির্মানে এবার সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেটের নেতৃত্বে আসল নতুন চার মুখ। গ্রুপের সক্রিয় ক, খ, গ এবং ঘ এই চারটি ইউনিটে সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মেহেদী হাসান নাঈম, আতিকুল ইসলাম, মাসফিতকি তাজোয়ার এবং নূর আফরিন নিহান।২৩ আগস্ট বুধবার-কাউন্সিলের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব ঘোষণা করেন গ্রুপ সম্পাদক মোঃআতিকুলআলম।পরে তাদের শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি প্রফেসর শাজাহান আলী।কাউন্সিলে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার লিডার আব্দুল আলিম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক স্কাউটার ফাহমিদা আবেদিন এবং স্কাউটার আরিফুজ্জামান।
নতুন নেতৃত্ব সবসময় নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগায় জানিয়ে ক ইউনিটের সিনিয়র রোভারমেট মেহেদী হাসান নাঈম বলেন, “লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে তরুণরা যোগ্য ও আদর্শবান নাগরিক হয়ে উঠতে পারে।যে কোনো প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার শিক্ষাও পাওয়া যায় স্কাউটিংয়ের মাধ্যমে।”মেহেদী হাসান নাঈম ২০১৭ সালে মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে বাংলাদেশ স্কাউটসের স্কাউট শাখা সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন।আগামীতে নতুন নেতৃত্ব গ্রুপের স্কাউটিংকার্যক্রম বেগবান করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সকলের।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট