বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সোনাতলা উপজেলা শাখার আয়োজনে মাসব্যাপী সঙ্গীত কর্মশালার আয়োজনের আজ সমাপনী হয়েছে।
জানা গেছে, আজ ২৫ আগষ্ট সকাল ১১ টায় রংধনু শপিং সেন্টারের সামনে উদীচী শিল্পী গোষ্ঠী সোনাতলা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক মাসব্যাপী সঙ্গীত বিষয়ক কর্মশালার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদীচী শিল্পী গোষ্ঠী সোনাতলা উপজেলা শাখার আহবায়ক সজল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু।
অন্যান্য অতিথি মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক জি এস কমরেড আমিনুল ফরিদ, খেলাঘর সোনাতলা উপজেলার সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সহ সভাপতি ও সোনাতলা উপজেলা শাখার সাবেক সভাপতি কমরেড মহসিন আলী তাহা, উদীচী শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা সংসদের সহ সভাপতি আরিফুর রহমান আরিফ, উদীচী বগুড়া জেলা সংসদের সঙ্গীত বিভাগের সম্পাদক কামরুন মুনিরা ডালিয়া, উদীচী শিল্পী গোষ্ঠী সোনাতলা উপজেলা আহবায়ক কমিটির সদস্য মেহেরুল ইসলাম।
গত ২৮ জুলাই এই কর্মশালার উদ্বোধন করা হয়। শুরু থেকে উদীচী কেন্দ্রীয় সঙ্গীত প্রশিক্ষক সুরাইয়া পারভীন এবং বগুড়া জেলা সংসদের সঙ্গীত প্রশিক্ষক কামরুন মুনিরা ডালিয়ার তত্ত্বাবধানে প্রায় ৫০ জন শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট