তিনি বলেন, আগামীকাল বিকেল ৪টায় গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।
বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার রাতে জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা এ সম্মেলনে যোগ দেন।