1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়রানিমূলক ধারা বাদ, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ সীমিত আরব বসন্ত ও বাংলাদেশ বিশ্বের ক্ষুদ্রতম নদী রো আহমেদ ইমতিয়াজ বুলবুলের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিল্পী আসিফ আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শুধু রাজস্ব আদায় করবে এনবিআর বাঁওড় ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা প্রণয়নে দেশব্যাপী স্মারকলিপি পেশ অভিনয়ের বাইরে র‌্যাম্পেও ঝলমলে রুনা খান অতি বিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয়: মির্জা ফখরুল

বটতৈল ইউনিয়ন’নে সকল প্রকার ভাতা’র আবেদন জমা নেওয়া হচ্ছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: সামরুল ইসলাম শাওন
  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদে মাতৃত্বকালীন/গর্ভবতী ভাতার আবেদন পত্র জমা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

এবিষয়ে ৪নং বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিন্টু ফকির অদেখা বিশ্বের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সামরুল ইসলাম শাওনকে জানান, বর্তমানে মাতৃত্বকালীন/ গর্ভবতী ভাতার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে । গরিব ও অসহায় গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি পরিষদ ভবনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
১) ২০ বছরের নীচে বা ৩৫ বছরের উপরের গর্ভধারণ কারী মায়েরা মাতৃত্বকালীন ভাতা প্রাপ্তিতে অযোগ্য বিবেচিত হবেন।
২) শুধুমাত্র ১ম ও ২য় বাচ্চার সময়ই আবেদন করতে পারবেন।
৩) NID কার্ড থাকা বাধ্যতামূলক।
মাতৃত্বকালীন ভাতা মনোনীতগণ ০৩ বছরে সর্বমোট ২৭৮০০/- টাকা প্রাপ্ত হবেন।

তিনি আরো বলেন, যেকোন ভাতা প্রাপ্তিতে বটতৈল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কাউকেই কোন টাকা-পয়সা দিতে হবে না। কিছু প্রতারক সমাজসেবা অফিস, ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা ও চাউলের কার্ড প্রত্যাশীদের কাছে গিয়ে কার্ড বা ভাতা করিয়ে দেওয়া হবে এমন কথা বলে টাকা পয়সা দাবি করেন। এদের সাথে কোন প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না। এ বিষয়ে তিনি সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দেন।  এছাড়াও মোবাইলে ওটিপি, পিন বা পাসওয়ার্ড কাউকে না দিতেও তিনি বলেন। কখনই অফিস থেকে মোবাইলে এই ধরনের কোন তথ্য কারো কাছে জানতে চাওয়া হয় না বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews