রাজধানীর কলাবাগানের ভূতের গলি এলাকায় একটি বাসা থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বন্ধ ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহকর্মীর বয়স আনুমানিক ৮ বছর।
২৬ অক্টোবর বিকেলে বাড়ির কেয়ারটেকারের দেওয়া তথ্যের ভিত্তিতে কলাবাগান থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস।
তিনি বলেন, বাসাটিতে সাথী আক্তার নামের এক নারী তার ৩ বছর বয়সী বাচ্চাকে নিয়ে থাকতেন। মেয়েটিকে হত্যা করে ২৪ আগস্ট সকালে সাথী আক্তার তার বাচ্চাসহ বাসা থেকে বের হয়ে যান। আজ বাসার লোকজন ডাকাডাকি করলেও কেউ সাড়া না দেওয়ায় বিষয়টি থানায় জানানো হয়। পরে দুপুরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
নিহতের বিষয়ে বিজন দাস বলেন, ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে গতকাল রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ সূত্র জানায়, শিশুটির পুরো শরীরে জখমের চিহ্ন রয়েছে। এসব জখমের সবগুলো নতুন নয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট