এশিয়ান টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম লিটন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জানাগেছে, গত ২৪ আগস্ট হৃদরোগ আক্রান্ত হলে তাকে বগুড়া টিএম এস এস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। আরো উন্নতি চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।
সাংবাদিক লিটনের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার হলিদাবগা গ্রামে। প্রথমে বগুড়ার স্থানীয় বেশ কয়েকটি দৈনিকের সাথে তিনি জড়িত ছিলেন। সর্বশেষ এশিয়ান টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
আনোয়ারুল ইসলাম লিটনের মৃত্যুতে অদেখা বিশ্ব অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক সোহেল আহমেদ খান এবং অদেখা বিশ্ব পরিবারে সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।