ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে এ শোভাযাত্রা বের হয়।ধান অতিথি হিসেবে এই শোভাযাত্রার উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান। শোভাযাত্রাটি পাবনা পৌর এলাকার শালগাড়িয়া রাধাগোবিন্দ মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শহরের বিভিন্ন মন্দির থেকে খণ্ড খণ্ড শোভাযাত্রা নিয়ে শালগাড়িয়া রাধাগোবিন্দ মন্দিরের সামনে এসে জড়ো হয়। এরপর একযোগে বিশাল একটি শোভাযাত্রা বের হয়। জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার সদস্য সচিব সৌহার্দ্য বসাক সুমনের পরিচালনায় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আহ্বায়ক আশিস বসাক, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সৌমেন সাহা ভানু, সাধারণ সম্পাদক প্রভাশ ঘোষ দুখু, সদর উপজেলা মহাজোটের সভাপতি উজ্জ্বল দাস, সাধারণ সম্পাদক কমল দাস, যুব মহাজোটের আহ্বায়ক শুভ বসাক, সদস্য সচিব প্রসাদ দাস, যুগ্ম আহ্বায়ক কৃষ্ণ ঘোষ, সঞ্জয় সাহ, দীপঙ্কর দেবনাথ, তপু দেবনাথ, বাপ্পি দাস, সদর উপজেলা যুব মহাজোটের সভাপতি দীপ্ত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কিষাণ সুত্রধর আকাশ, প্রচার সম্পাদক শুভ কর্মকার, ছাত্র মহাজোটের আহ্বায়ক শুভ মজুমদার, সদস্য সচিব তনু সাহা, ঋতিক সাহা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট