ঝিনাইদহের শৈলকূপার জান্নাতি নামের ৬ বছর বয়সী কন্যা শিশুর মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। মৃতশিশু জান্নাতি শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের খোকন ভূঁইয়ার মেয়ে।
গত সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১ টার সময় সে স্কুল থেকে বাড়ি ফেরে।পরে পাশের বাড়ি সাপ খেলা দেখার কথা বলে বের হয়। পরে আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আশপাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজা খুঁজি করেও সন্ধান পায়না।
পরে বাড়ির পাশে একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরিরে ও হাতে একটি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। অন্যদিকে পরিবারের অনেকে ধারনা করছে শিশুটিকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে তিনি শুনেছেন।