বিহঙ্গ খেলাঘর আসরের ভাই-ভাইবোনদের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করেছে সাজেদা হারুন শিক্ষা বৃত্তি প্রকল্প।
আজ ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় আদাবরের শেখেরটেক ৯ নম্বর রোডে বিহঙ্গ খেলাঘর আসরের কার্যালয় ইউএইচ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিহঙ্গ খেলাঘর আসরের সভাপতি অধ্যাক্ষ এমএম ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আরিফ প্রধান। অন্যান্য অতিথিদের মধ্যে খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি হুমায়ুন কবির এবং সম্পাদক সোহেল আহমেদ খান উপস্থিত ছিলেন।
সবশেষে বিহঙ্গ খেলাঘর আসরের ভাই-বোনদের মাঝে সাজেদা হারুন শিক্ষা বৃত্তি প্রকল্পের সহায়তায় নতুন জামা কাপড় বিতরণ করা হয়। সাজেদা হারুন শিক্ষা বৃত্তি প্রকল্প সারাদেশে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে আসছে নিয়মিত।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট