বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে ৬১ তম মহান শিক্ষাদিবস উপলক্ষে “ছাত্র সমাবেশ” এবং এস.এস.সি ও সমমান পরীক্ষা ২০২৩ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় বগুড়ার ঐতিহাসিক সাত মাথায় ছাত্র সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজু।
বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাব্বির আহমেদ জয়ের সভাপতিত্বে সমাবেশে অন্যান্য অতিথিমন্ডলীর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সরকারি আজিজুল হক কলেজের সাবেক জিএস কমরেড আমিনুল ফরিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার চঞ্চল,ছাত্র ইউনিয়ন দুপচাচিয়া উপজেলা সংসদের সাবেক সভাপতি প্রফেসর আবুল বাশার, ছাত্র ইউনিয়ন সোনাতলা উপজেলা সংসদের সাবেক সহ সভাপতি, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্পাদক সোহেল আহমেদ খান, বগুড়া জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক প্রমুখ।
সমাবেশ শেষে দুপুর ২ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান।