উপমহাদেশের কিংবদন্তী কমিউনিস্ট নেতা, ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রসেনানী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সংগ্রামী, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা প্রখ্যাত শ্রমিক নেতা প্রয়াত কমরেড জসীম উদ্দিন মন্ডলের ৬ ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে অদ্য ৩ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির উদ্যোগে ৭ মাথাস্হ জেলা কার্যালয়ে পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহার সঞ্চালনায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, হাসান আলী শেখ, শ্রমিক নতা ফললুর রহমান, ক্ষেত মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, সদর কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায় বাবোন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদে’র সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।
আলোচক বৃন্দু বলেন, “প্রয়াত কমরেড জসিম উদ্দিন মন্ডল আমৃত্যু একজন কিংবদন্তি বিপ্লবী ছিলেন। তিনি বাংলাদেশের গণতন্ত্রের লড়াই, সামরিক শাসন বিরোধী লড়াই, গরীব মেহনতী মানুষের ভাত,কাগড়, জমি,কাজের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। সৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন।
লড়াই সংগ্রাম আন্দোলন করতে গিয়ে তিনি বার-বার জেলে গেছেন, আত্নগোপনে থেকেছেন, নির্যাতন সহ্য করেছেন তবুও আদর্শ চূর্ত হন নাই।আত্নসমর্পণ করেন নাই। তিনি একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। গরীব মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন। কমরেড জসিম উদ্দিন মন্ডল শ্রেণীহীন,শোষণহীন সমাজ ব্যবস্থার তথা সমাজতন্ত্র, সাম্যবাদ প্রতিষ্টার লড়াইয়ে আমৃত্যু লড়াই করেছেন।
তিনি বিশ্বাস করতেন সমাজতন্ত্র, সাম্যবাদ ছাড়া গরীব মেহনতী মানুষের মুক্তি নেই। কমরেড জসিম উদ্দিন মন্ডলের মতাদর্শই মুক্তির একমাত্র পথ। তার মৃত্যুতে গরীব মেহনতী মানুষ হারিয়েছে তাদের অকৃত্রিম নেতাকে এবং দেশ হারিয়েছে একজন খাঁটি দেশপ্রেমিক।”