বীরমুক্তিযোদ্ধা কমরেড সন্তোষ কুমার পাল কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া জেলা কমিটির নেতৃত্ব।
বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড সন্তোষ কুমার পাল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেন,
বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি কৃষকনেতা এ্যাড নারায়ণ চাকী, এ্যাড লুৎফর রহমান, হুমায়ন কবির, ফিরোজ আকতার পলাশ, বাদল মৈত্র , সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সহ-সাধারণ সম্পাদক বিরেন মাহাতো, এ্যাড হাবিবুল হাসান ড্রেক, সদস্য কৃষকনেতা জাবেদ আলী, কৃঞ্চ মাহাতো, শাহনিয়াজ কবির খান পাপ্পু, সোহানুর রহমান, দেবু, সজল সরদার, দুলা প্রামানিক, মুন্নাফ মুন্সী, ওসমান গনি, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, সাম্য সাগর, বিপুল পাল, সহ বগুড়ার কৃষক সমিতির নেতৃত্ব।