আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭১পাবনা-৪ ঈশ্বরদী-আটঘরিয়া নৌকার মনোনয়ন প্রত্যাশী। নৌকার প্রার্থী হিসাবে কেন তিনি যোগ্য, কতটুকু তার গ্রহণযোগ্যতা আছে? এই বিষয়ে জানতে চাইলে তৃণমূল নেতা আওয়ামী লীগ মুলাডুলি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি কৃষকলীগ মুলাডুলি ইউনিয়ন(২০০৬-১২), সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ মুলাডুলি ইউনিয়ন (১৯৯৩-১৯৯৮)ও(১৯৯৮-২০০৩) মোঃ কামাল হোসেন মিঠু অদেখা বিশ্ব অনলাইন নিউজ পোর্টালকে জানান।
আমার জানা মতে ১৯৮৬/৮৭ সাল থেকে তার সংগে আমি /আমরা রাজনৈতিক শুরু করি।মরহুম আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু মহাদয় (সাবেক পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমি মন্ত্রী ) ছিলেন সবার রাজনৈতিক গুরু। সেই দুঃসময়ে রাজনৈতিক যত প্রতিকুলতা, সকল প্রতিকুলতার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জনাব আবুল কালাম আজাদ মিন্টু ভাই , মরহুম বীমুক্তিযোদ্ধা আনিছু্নুন্নবি বিশ্বাস সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগ, ঈশ্বরদী , জনাব মকলেছুর রহমান মিন্টু ভাই সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ। আমি ১৯৯১সাল নির্বাচন, পরবর্তী বি,এনপির শাসনামলে বিভিষিকাময় দিন গুলির প্রত্যক্ষ সাক্ষী। ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্র ছিলাম। যার কারণে আমি আবুল কালাম আজাদ মিন্টু, মকলেছুর রহমান মিন্টু ভাই, মীর জহুরুল হক পূনো ভাইয়ের সাথে রাজনীতিতে সরাসরি জড়িয়ে পরি।জেল, জুলুম, মামলা সবই আবুল কালাম আজাদ মিন্টু ভাই কে প্রতিহত করতে হতো।
৯০ এ-র গন অভ্যুথান, ৯১এর নির্বাচন, নির্বাচন পরবর্তীতে হরতাল অবরোধের নেতৃত্বে ছিলেন, আবুল কালাম আজাদ মিন্টু ভাই। ৯৬ এর ১৫ই ফেব্রুয়ারীর প্রহসনের নির্বাচন আমরা তার নির্দেশনা অনুযায়ী প্রতিহত করেছি। ১৯৯৬য়ের ১২ জুন নির্বাচনে তার নেতৃত্বে গ্রাম, পাড়া,মহল্লা ভোট ভিক্ষা করেছি এবং শামসুর রহমান শরীফ ডিলু সাহেব কে বিজয়ী করেছি। ২০০১ নির্বাচনে, ২০০৮সালে নির্বাচনে, তার ভূমিকা ছিলো অতুলনীয়। ২০১৩/২০১৪ সালে জামায়াত/বি,এনপির অগ্নি সংযোগ জ্বালাও পোড়াও আন্দোলন, আবুল কালাম আজাদ মিন্টু ভাইয়ের নেতৃত্বে আমরা প্রতিহত করেছি। অদ্যবধি পাড়া, মহল্লা, গ্রাম, ওয়াড,ইউনিয়ন সহ সকল তৃণমূল নেতা কর্মী দের সাথে যোগাযোগ/সংযোগ করে যাচ্ছেন।
আমাদের নেতা মরহুম শামসুর রহমান শরীফ ডিলু ইন্তেকালের পর তার উপর বর্তায় এই দায়িত্ব। সুনামের সাথে সেই দায়িত্ব পালন করে চলেছেন। নীতিবান নেতা হিসেবে তাহাকে শ্রদ্ধা করি। আবুল কালাম আজাদ মিন্টু ভায়ের রাজনৈতিক পদচারণা তিনি মহল্লা কমিটি, ওয়াড,কলেজ, উপজেলা ছাত্র লীগের কর্মী হতে, উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি দুই বার নির্বাচিত হন। উপজেলা যুবলীগের সভাপতি থাকা অবস্থায় ঈশ্বরদী পৌর মেয়র নির্বাচিত হন। পৌর আওয়ামিলীগ এর সভাপতি নির্বাচিত হন।
তার আগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও যুগ্নসম্পাদকের দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক পরিধি অনেক। আমার মতে, তার রাজনৈতিক পদচারণা বিবেচনা করলে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ ৭১, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে তিনি একজন যোগ্য প্রার্থী। ঈশ্বরদী-আটঘরিয়া বাসি তার মনোনয়নের প্রত্যাশায় রয়েছে। তাই সংশ্লিষ্ঠ সকল নেতাদের প্রতি অনুরোধ তারা জনগনের আশার প্রতিফলন ব্যস্তবায়ন করবেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট