ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব খাদ্য দিবস ২০২৩ উপলক্ষে “ কৃষি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় যুবদের সম্পৃক্ততা বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের উদ্যোগে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: মাহবুব আলম রনি।
ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিতের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার মো: শাহজাহান আলী বিপাশ, প্রত্যুষ বিশ্বাস, এক টাকায় জীবন ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা ইবনে মাসুদ, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মোছা: মনোয়ারা খাতুন, সম্পাদিকা
মেহেরুন নেছা,ইয়ুথ লিডার,মাহাবুর রহমান মাহফুজ, জয়া বিশ্বাস, তানভির হোসেন মুন্না। কর্মশালায় ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্য ছাড়াও কালীগঞ্জের বিভিন্ন যুব সংগঠনের প্রায় ৭০জন যুব ও যুব মহিলা অংশ নেন।