গত ১৪ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আগামীকাল শনিবার মহাসপ্তমী, রবিবার মহাঅষ্টমী, সোমবার মহানবমী এবং মঙ্গলবার মহাদশমীর মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে।
পুরাণ মতে, অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব।
দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা। এ বছর সারা দেশে ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : ডিএমপি কমিশনার
শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি জানিয়েছেন, রাজধানীর ২৪৮টি মণ্ডপে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।গতকাল পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।