সারাবছর কাজ ও ন্যায্য মজুরী, পল্লী রেশনিং চালূ, গ্রামীন বরাদ্দ লুটপাট বন্ধ এবং ষাটোর্ধ বয়ষ্কদের পেনশন চালু করার দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বগুড়াসদর উপজেলাঃ বিকাল ৪ টায় ঐতিহাসিক সাতমাথায় ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির
সভাপতি শুভ শংকর গুহ রায় এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম প্রমুখ।
ধুনট উপজেলাঃ ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ধুনট উপজেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সিপিবি ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ বিভূতি ভূষণ, ক্ষেতমজুর সমিতি ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুল হক ভোলা, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।
শেরপুর উপজেলাঃ ক্ষেতমজুর সমিতি শেরপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, শেরপুর উপজেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, শাজাহান আলী সাজা, কমল সিং, প্রাণ কুমার সিং, আব্দুর রশিদ প্রমুখ।