আজ শনিবার সকাল এগারোটায় মেহেরপুরের আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে মানবিক উন্নয়ন কেন্দ্র এবং গণসাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে এসডিজি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, বিশেষ অতিথি পুলিশ সুপার রাফিউল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, গণসাক্ষরতা অভিযান এর উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আশাদুজ্জামান সেলিম। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে ছয় শতাধিক কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ সদস্য, এসএমসি সদস্য, পিটিএ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট