1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের ক্লাশ পার্টি সোনাতলায় কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিদায় সংবর্ধনা বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত সোনাতলায় মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারী গ্রেফতার বগুড়ায় দুদকের মামলায় পুলিশের সাবেক অতিঃ ডিআইজি মিলন ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোক’র আদেশ ‘শিশু শিক্ষা ও আধুনিক দাসত্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক অ্যাডভোকেসি সভা বগুড়ায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত প্রশিক্ষণ পেয়ে জীবন বদলে গেছে আমিনার ও মারুফা দম্পতির ঢাকায় আইএলও কনভেনশন অনুস্বাক্ষর বাস্তবায়ন সম্পর্কিত মতবিনিময় সভা

শেরপুরে ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা ঘুষ না পেয়ে ভূয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
ভবানীপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মাহবুবুল আলম

বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মাহবুবুল আলমের বিরুদ্ধে ঘুষ না পেয়ে ভূয়া প্রতিবেদন দাখিল করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে দুদক, জেলা প্রশাসক ও ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তোভোগী জিহাদ আলী সরকার।

অভিযোগকারীর সুত্রে জানা যায়, ভবানীপুর ইউনিয়নের বালেন্দা মৌজার মৃত- ওমর আলীর ছেলে জিহাদ আলী নালিশি দাগে দলিল মূলে চাঁন মাহমুদ সরকার ও মোছাঃ আজবাহাতুন বেওয়ার নিকট থেকে জমি ক্রয় করে দখলভোগে আছেন। কিন্তু আরএস রেকর্ড ওমর আলীর নামে না হয়ে তার মা আমেনা বিবির নামে অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে আমেনা বিবি উক্ত জমি তার অপর দুই ছেলের নামে লিখে দিলে ভুক্তভোগী জিহাদ আলী বিরোধ নিস্পত্তির জন্য অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। যার নম্বর ১৪৬পি/২০২৩ (শেরপুর)। এ বিষয়ে বিজ্ঞ আদালত শেরপুর উপজেলা সহকারি কমিশনার ভূমির নিকট তদন্ত প্রতিবেদন চাইলে তিনি ভবানীপুর ইউনিয় ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহবুবুল আলমের ওপর দায়িত্ত অর্পণ করেন। তদন্ত শেষে তিনি একটি প্রতিবেদন দাখিল করেন। “সেখানে তিনি উল্লেখ করেন, বাদির পিতা মোঃ ওমর আলী উক্ত সম্পত্তি চান মাহমুদ সরকার এর নিকট থেকে ক্রয় করিলেও ওমর আলী বা তার পুত্রদের নামে কোন আর এস রেকর্ড প্রস্তুত হয় নাই। সরেজমিনে তদন্তকালে দেখা যায় আর,এস রেকর্ডের মালিক আমেনা বিবির নিকট হতে বিবাদী উক্ত সম্পত্তি ক্রয় করে বাড়ী ঘর নির্মাণ করে উক্ত সম্পত্তি দখল ভোগ করিতেছে । তদন্তের সময় সরেজমিনে উপস্থিত লোকজনদের নিকট থেকে আরো জানা যায় উক্ত সম্পত্তিতে বাদীর কোন দখল নাই। সম্পূর্ণ সম্পত্তি বিবাদী আবু বকর দিং উক্ত সম্পত্তি ভোগ দখল করে”।

তার এই তদন্ত প্রতিবেদন বাদি বিজ্ঞ আদালতে নারাজির আবেদন করলে, বিজ্ঞ আদালত পুনারয় শেরপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি’র নিকট পুনরায় তদন্ত প্রতিবেদন তৈরি ভার অর্পন করে। পরবর্তীতে সহকারি কমিশনার ভূমি একটি প্রতিবেদন দাখিল করেন সেখানে ভবানীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহবুবুল আলমের প্রতিবেদন মিথ্যা প্রমানিত হয়।

এ বিষয়ে ভুক্তোভোগী জিহাদ আলী বলেন, তদন্ত প্রতিবেদন তৈরির আগে ভবানীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহবুবুল আলম তার কাছে থেকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা ঘুষ দাবি করেন। সেই টাকা না দেয়াতে তিনি উদ্দেশ্য মিথ্যা প্রতিবেদন দাখিল করে। এবং আমার মামলা প্রভাবিত ও ক্ষতিসাধন করার চেষ্টা করেছে। বিষয়টি তদন্ত পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। তিনি আরোও জানান, ভূমি অফিসে মহুরীর কাজ করে পরিচয়দানকারী আক্কাস কিভাবে তদন্ত কাজে সহযোগিতা করতে যায়।

এ বিষয়ে অভিযুক্ত ভবানীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহবুবুল আলম জানান, আমি কোন ঘুষ খাইনা। তবে আমার ওখানে যারা কম্পিউটারের কাজ করে বাদশা ও নাঈম টাকা নেয়। আমি লোকজনের কাছ থেকে শুনে প্রতিবেদন দিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews