1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে সিপিবি বগুড়া জেলার বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
আমেরিকা ও পশ্চিমা মদদে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
প্যালেস্টাইনে ইসরায়েলের বর্বরোচিত হামলা, অবরোধ, নিধনযজ্ঞ বন্ধকরণ এবং ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ সকাল ১১টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না’র সভাপতিত্বে এবং সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, কৃষক সমিতি বগুড়ার সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, টিইউসি বগুড়ার সভাপতি মোঃ ফজলুর রহমান, উদীচী বগুড়ার সহ-সভাপতি এ্যাড. লুৎফর রহমান, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলার সভাপতি শুভ শংকর গুহ রায়, যুব ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়ার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “সুদূর অতীত থেকে প্যালেস্টাইনবাসীকে ইসরাইল রাষ্ট্র নিজ দেশে পরবাসী করে রেখেছে। প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজাকে নিশ্চিহ্ন করতে একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাদের বোমার নিশানা হচ্ছে মসজিদ, গির্জা, শরণার্থী শিবির এমনকি হাসপাতালও। ঘুমন্ত শিশু, ১ থেকে ৫ বছর বয়সী শিশুরা বোমা হামলায় ভয়ঙ্করভাবে মারা যাচ্ছে। এ পর্যন্ত ৫৭৯১ জন ফিলিস্তিনি জনগণ নিহত হয়েছেন। প্রতিদিন এত পরিমাণে লোকজন নিহত হচ্ছে যে কাফনের কাপড়েরও সংকট তৈরি হয়েছে। এ যাবৎ ইসরাইলী হামলায় গাজায় ৯৮ হাজার বাড়ি ধ্বংস হয়েছে। ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। জাতিসংঘের ১৯৬৭ সালের প্রস্তাব অনুসারে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের সীমানা সুনির্ধারিত হয়ে আছে, কিন্তু ইসরাইল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী দেশগুলোর সহযোগিতায় ফিলিস্তিনকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। বিদ্যুৎ, জ্বালানি, খাবার, পানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে বাসিন্দাদের অবস্থা এখন দুর্বিষহ। দৈনিক ২০টি ত্রাণবাহী ট্রাককে গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি দেয়া হয়েছে যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। আমরা প্যালেস্টাইনে ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। “
সমাবেশ থেকে বক্তারা, ইসরাইলের প্রতি সমরবাদী  ইঙ্গ-মার্কিন সকল প্রকার নৈতিক-বৈষয়িক সমর্থন বন্ধ, গাজা উপত্যকায় ইসরাইলী অভিযানের শিকার আহত নারী-শিশু ও জনগণের জন্য সর্বপ্রকার ত্রাণ, চিকিৎসা, মানবিক সহায়তা ও ক্ষতিপূরনের ব্যবস্থাকরণ, বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনে মানবিক সাহায্য প্রদান, ইসরাইলী হামলার নিন্দা জানিয়ে জাতীয় সংসদে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ এবং
জাতিসংঘের তরফ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইসরাইলের বিচার প্রক্রিয়া শুরুর আহ্বান জানান।
সমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সমাবেশ শেষে  ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং দখলদার ইসরায়েলকে মদদদানকারী সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews