ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীরা জোর করে বিমানবন্দরে ঢুকে রানওয়েতে ছোটাছুটি করায় রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ইসরায়েল থেকে একটি ফ্লাইট আসছে- এমন গুজবে ওই বিমানবন্দরে বিক্ষোভ হয় গতকাল রোববার। এরপর বিক্ষোভকারীরা বিমানবন্দরে ঢুকে পড়ে। খবর এএফপির।
রাশিয়ার দাগেস্তান মুসলিম অধ্যুষিত অঞ্চল। রাশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন বিক্ষোভকারী ‘আল্লাহু আকবর’ বলে বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ভেঙে রানওয়েতে দৌড়াদৌড়ি শুরু করেন।
এর কিছুক্ষণ পর রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা রোসাভিয়াতসিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয়।
ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দাগেস্তানের গভর্নর বলেছেন, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট