গ্রামাঞ্চলে পানি ব্যবস্থাপনার উন্নতি এবং কৃষি উৎপাদনশীলতা বাড়াতে ১০ কোটি ৬০ লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ১৭১ কোটি টাকা।
গতকাল রোববার ঢাকায় এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং চুক্তি স্বাক্ষর করেন। এ ছাড়া নেদারল্যান্ডস সরকার এডিবির মাধ্যমে বাংলাদেশকে ১ কোটি ৭৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৭ কোটি টাকা) অনুদান দেবে। এ বিষয়ে তারা একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইআরডি ও এডিবি এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্ট স্মল-স্কেল ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে এডিবি থেকে নেওয়া ঋণের অর্থ ব্যয় করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয়েছে গত জুন থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট