ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা বাংলাদেশের নির্বাচন কমিশনের আছে।
রোববার রাজধানীর নির্বাচন ভবনে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) নেতৃত্বে চার দেশের নির্বাচনী সংস্থার সাবেক পাঁচজন প্রতিনিধি মতবিনিময় বৈঠকে অংশ নেন। এর পর কোরাইশি সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলে এস ওয়াই কোরাইশি, মালদ্বীপের নির্বাচন কমিশনের সাবেক চেয়ারম্যান মুয়াদ তৌফিক, শ্রীলঙ্কার আরএমএএল রথনায়েক, নেপালের সাবেক নির্বাচন কমিশনার সাগুন শামসের জে বি রানা ও ইলা শরমাসহ ইলেকশন মনিটরিং ফোরামের সদস্যরা ছিলেন।
এস ওয়াই কোরাইশি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের পুরোপুরি ক্ষমতা রয়েছে। তাদের ওপর বিশ্বাস স্থাপন না করার কোনো কারণ দেখি না। তবে বিগত নির্বাচনগুলোর মধ্যে কয়েকটি নির্বাচন একপক্ষীয় ছিল। এ কারণে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি মনে করেন, ভারতের নির্বাচন কমিশনের যেসব ক্ষমতা আছে, তেমন ক্ষমতা বাংলাদেশের নির্বাচন কমিশনেরও আছে।
তিনি বলেন, ‘নির্বাচনকালে ভারতের নির্বাচন কমিশন দৃশ্যত অন্তর্বর্তীকালীন সরকারের মতো দায়িত্ব পালন করে। তপশিল ঘোষণার পর কমিশন সর্বময় ক্ষমতা পায়। ইসির অনুমতি ছাড়া প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী- কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।’
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট