বুধবার (১ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে।
এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন।
মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০/৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় মির্জা আব্বাসকে। একই সময়ে যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকেও গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর থানার শহীদবাগ এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি।