এ বছরের শুরুতে শ্রদ্ধাকে মোদির সাথে মুম্বাইয়ে দেখা গিয়েছিল। তারা একটি ডিনার ডেটে দেখা করেছিলেন। ৩ জুলাই মুম্বাইয়ে একটি নৈশভোজের পরে পাপারাৎসিদের সামনে পড়েন এই জুটি।
তখন থেকেই দুজনের প্রেমের গুঞ্জন শুরু হয়।
শ্রদ্ধা ও রাহুলের ঘনিষ্ঠ এক সূত্রে জানা যায়, ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এ কাজ করার সময় তারা একে অপরের কাছাকাছি আসেন এবং দিনে দিনে তাদের সম্পর্ক গভীর হচ্ছে। কিন্তু তারা নিজেদের এই সম্পর্ক প্রকাশ্যে আনতে চান না। ডিনার ডেটে একসঙ্গে তাদের ছবি তোলার সময় দুজনই বেশ হতবাক হয়ে গিয়েছিলেন, কারণ তারা তাদের ডেটিংয়ের বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন।
সেই সূত্র আরো জানায়, এই জুটি দেখা করার ক্ষেত্রে জায়গা ও সময় খুব সচেতনভাবে নির্ধারণ করে, যেন প্রচারের আড়ালে থাকতে পারেন। সম্প্রতি মোদি শ্রদ্ধাকে একটি নতুন অ্যাপল ফোন কিনে দিতে গিয়েছিলেন। তারা সেই দোকানটি বেছে নিয়েছেন যেখানে নিরাপত্তা বেশি, যাতে তারা নিজেদের আড়ালে রাখতে পারেন। উভয়েই চান সম্পর্কটা এভাবেই এগিয়ে যাক।
তারা একে অপরের বিষয়ে নিশ্চিত, তাদের পরিবারও তাদের জুটি হিসেবে পছন্দ করে।
এত নিরাপত্তা মেনে চলার প্রসঙ্গে সেই সূত্র জানায়, তারা উভয়েই ব্যক্তিগত বিষয়ে সচেতন। শ্রদ্ধা সব সময় তার ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের বাইরে রেখেছেন। এর আগে তিনি ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠের সাথেও তার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। মোদির সাথেও তিনি এভাবেই থাকতে চান।
তারা এই মুহূর্তে একটি ব্যক্তিগত সম্পর্ক রাখতে চান এবং সম্পর্কের বিষয়টি জনসমক্ষে প্রকাশ করে বিরক্তির পর্যায়ে যেতে চান না।
শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের সঙ্গে ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এ। সিনেমাটি বক্স অফিসে সফল ছিল। এরপর অভিনেত্রীকে দেখা যাবে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘স্ত্রী’ চলচ্চিত্রের সিক্যুয়েলে। ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে সিনেমাটির।