ঝিনাইদহে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সেসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, দেশ প্রেমী মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। দেশ গঠনে বুদ্ধিজীবীদের অবদানও অপরিসীম। তাই যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করা হবে। এ জন্য শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল, আলোচনা সভা, পুষ্পমাল্য অর্পণ সহ অন্যান্য কর্মসুচি রয়েছে। শিল্পকলা একাডেমী, প্রেরনা একাত্তর চত্তর সহ অনুষ্ঠানের স্থানগুলো নানা বিষয়ে প্রস্তুতির প্রয়োজন। তাই সকলকে তাদের দায়িত্ব বন্টন করে দেওয়ার পাশাপাশি সঠিক ভাবে কাজ সম্পন্ন করতে হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট