এদিকে দেশের বিভিন্ন এলাকায় বেতন সমন্বয়ের দাবিতে আন্দোলন করছেন গার্মেন্টস কর্মীরা।
এতে দেশে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সারা দেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশ জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। একই সঙ্গে কাজ করছে পুলিশ, আনসার ও এলিট ফোর্স র্যাব।
রবিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। তারা গুরুত্বপূর্ণ স্থানসহ রাস্তায় টহল দিচ্ছে।