ঝিনাইদহের কালীগঞ্জ থানায় টাকা ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ দিতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে ইসমাইল হোসেন ও মিরাজ হোসেন নামে দুই যুবক ।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় কালীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। এ সময় কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
আটকৃত ইসমাইল মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও মিরাজ একই গ্রামের আক্তার হোসেনের ছেলে।
পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, ১২ নভেম্বর ন্যাশনাল ব্যাংকের কালীগঞ্জ শাখা থেকে ১৯ লাখ ৪০ হাজার টাকা উঠিয়ে শালিখা উপজেলার খিলগাতি গ্রামে যাচ্ছিলেন ইসমাইল ও তার চাচাতো ভাই মিরাজ। এ সময় মোস্তবাপুর গ্রাম এলাকায় অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি তাদের গতিরোধ করে টাকা ছিনতাই করে। এমন সাজানো মিথ্যা অভিযোগ করতে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে থানায় আসলে পুলিশের সন্দেহ হলে তারা দুইজনকে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ সুপার আরও জানান, ইসমাইল ওয়ান এক্স বেট খেলে আনুমানিক ২০ লাখ টাকা হেরে তার দুলাভাই মালয়েশিয়া প্রবাসী আতিয়ার রহমানের পাঠানো ১৯ লাখ ৪০ হাজার টাকা প্রতারণাপূর্বক আত্মসাৎ করার উদ্দেশ্যে ছিনতাইয়ের নাটক সাজায়।
তাদের দেওয়া তথ্যমতে ইসমাইলের বাড়িতে অভিযান চালিয়ে ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট