এ সময় তিনি তফসিল ঘোষণা নিয়ে এ মন্তব্য করেন। ইসি সচিব বলেন, ‘কখন, কী হবে তা জানাতে কাল (বুধবার) আপনাদের চায়ের আমন্ত্রণ জানাচ্ছি, তখন জানাব।’
ইসি সচিব আরো বলেন, ‘এটা আপনারা জানেন, ৭০-পরবর্তী যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।
ডোনাল্ড লু দলগুলোকে সংলাপের জন্য চিঠি দিয়েছেন, তা তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, কোনো প্রভাব পড়বে না। প্রথম হচ্ছে সেটা সংলাপের চিঠি কি না, তা কমিশন অবহিত নয়। কারণ সেটা কমিশনে আসেনি। কমিশন নিজস্ব গতিতে সাংবিধানিক দায়িত্বের আলোকে রোডম্যাপ করেছে, সে অনুযায়ী নির্বাচন হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহাংগীর আলম বলেন, আইন-শৃঙ্খলা বৈঠকে কমিশন তাদের নির্দেশনা দিয়েছে। তারা বলেছে, কমিশন যেভাবে বলবে, সেভাবেই তারা নিরাপত্তা নিশ্চিত করবে। এ বিষয়ে তাদের উদ্যোগ তারাই বললেন। গতকাল পর্যন্ত জেনেছি, ইসির নির্দেশনা অনুযায়ী তারা প্রস্তুতি রেখেছে।