ঈশ্বরদীতে পচা মাংস জব্দ মাটি চাপা দেওয়া হলো জব্দ কৃত ৪ মণ পচা মাংস। পাবনা জেলার ঈশ্বরদী বাজার থেকে চার মণ গরুর পচা মাংস জব্দ করা হয়েছে। পরে সেগুলো মাটি চাপা দেওয়া হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে মাংস বাজার থেকে পচা মাংস জব্দ করেন পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আবু কাওছার সুজা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী বাজারের মায়ের দোয়া মাংস ঘরের মালিক আরিফুল ইসলাম সকালে বাড়ির ফ্রিজ থেকে গরুর চার মণ মাংস একটি রিকশায় দোকানে আনার পর পৌরসভার কসাইখানার ভারপ্রাপ্ত পরিদর্শক গোলাম রসূলের নজরে পড়ে। তিনি মাংসের কাছে গিয়ে দুর্গন্ধ পান। তিনি স্যানেটারি ইন্সপেক্টর আবু কাওছার সুজাকে বিষয়টি জানান। পরে আবু কাওছার সুজা বাজারে এসে মাংস জব্দ করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈশ্বরদী মাংসের বাজারে প্রায়ই ফ্রিজে রাখা মাংস বিক্রি করতে দেখা যায়। এর বেশির ভাগই অসুস্থ গরুর মাংস। অসুস্থ কোনো গরু হঠাৎ মারা যাওয়ার উপক্রম হলে তা জবাই করা হয়। সে মাংস কম দামে কিনে ফ্রিজে রেখে পরের বিক্রি করা হয়। এছাড়া ঈশ্বরদীতে মরা গরুর মাংস বিক্রিরও নজির রয়েছে।
স্যানেটারি ইন্সপেক্টর আবু কাওছার সুজা বলেন, মাংস ব্যবসায়ী আরিফুল ইসলাম রাতে অসুস্থ গরু জবাই করে মাংস ফ্রিজে রেখেছিলেন। সকালে বাজারে বিক্রির সময় ধরা পড়ে। তাকে পৌরসভার ডেকে আনা হয়েছে। পঁচা সব মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।
আইনের আওতায় এনে এই সমস্ত অসাধু ব্যবসায়িদের বিচারের মুখ মুখি করা উচিত বলে সাধারণ ক্রেতা অভিযোগ করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট