1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

নির্বাচনী কেন্দ্রে ভোটার বাড়ানোয় গুরুত্ব আওয়ামী লীগের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উৎসাহিত করে কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়ানো এবং নির্বাচনকে উৎসবমুখর করার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। এর জন্য নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে দলের সর্বোচ্চ পর্যায় থেকে। কেন্দ্রে ভোটার বাড়ানোয় গুরুত্ব আওয়ামী লীগেরগতকাল শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখানে পরিস্থিতি পর্যালোচনা করে এমন নির্দেশনা দেওয়া হয় বলে বৈঠক সূত্র জানায়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা। এই নির্বাচনে সহিংসতা মোকাবেলার পাশাপাশি কেন্দ্রে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। সে কারণে বিএনপি-জামায়াত যেন অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে।

সভার শুরুতে নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে।

তারা অন্তত এ জ্বালাও-পোড়াওয়ে ভীত না হয়ে, সাংবিধানিক নিয়ম মেনে সময়মতো নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এখন নির্বাচন যেন যথাসময়ে সুষ্ঠুভাবে হয়, সে জন্য আমি জনগণ ও দেশবাসীর সহযোগিতা চাই।’

সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। সবাই আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণের কাছে গিয়ে ভোট চান।

তিনি বলেন, ‘এই যে অপরাধ করেছে জনগণের কাছে, বিশেষ করে জামায়াত-বিএনপি; অগ্নিসংযোগ করে জনগণকে হত্যা ও জানমালের ক্ষতি করেছে, সে জন্য জাতির কাছে মাফ চেয়ে তারা নির্বাচনে আসবে, সেটাই আমরা চাই। নির্বাচনের দরজা সবার জন্য উন্মুক্ত।’

বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটের দিন কেন্দ্রে ভোটার বাড়াতে চায় আওয়ামী লীগ। নির্বাচনকে উৎসবমুখরও রাখতে চায়। এ জন্য নেতাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন বিরোধীরা যেন জনগণের মনে কোনো আতঙ্ক তৈরি করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। বলা হয়েছে, এমন কোনো কাজ করা যাবে না, যেন বিরোধীরা নির্বাচনপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পায়।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াতসহ যারা নির্বাচনে আসতে চাচ্ছে না, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে। আমাদের কাজ হচ্ছে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা। জনগণ আমাদের জবাবদিহির জায়গা। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews