1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

বগুড়ায় ক্ষেতমজুর নেতা আব্দুল মান্নান এর শোকসভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
উদীচী বগুড়া জেলা কার্যালয়ে ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির উদোগ্যে উপজেলা কমিটির সহ-সভাপতি, জেলা কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা ও সিপিবি সেউজগাড়ি শাখার সদস্য প্রয়াত ক্ষেতমজুর নেতা মোঃ আব্দুল মান্নানের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শোকসভার শুরুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ক্ষেতমজুর সমিতি সহ বিভিন্ন গণসংগঠণের নেতৃবৃন্দ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায় এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় আলোচনা করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, এ্যাডভোকেট লুৎফর রহমান, হাসান আলী শেখ, সাজেদুর রহমান ঝিলাম, শাহনিয়াজ কবির খান পাপ্পু, অখিল পাল, আরিফুল হক খান রনিক, ফারহানা আক্তার শাপলা, মামুনুর রহমান মামুন, রুহুল আমিন, মোঃ সাদ্দাম হোসেন, ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।
শোকসভায় বক্তারা বলেন, “আমৃত্যু সৎ, আর্দশবান, দেশপ্রেমিক ও বামপন্থি রাজনৈতিক নেতা ছিলেন মোঃ আব্দুল মান্নান। তিনি মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে নিরলসভাবে কাজ করে গেছেন। আমৃত্যু মেহনতী মানুষের মুক্তি সংগ্রামে তার জীবনকে নিবেদিত রেখেছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য লড়াই করে গেছেন। নিয়োজিত থেকেছেন সমাজ থেকে শোষণমুক্তির চির অবসান ঘটানোর কাজে। দেশকে প্রগতির পথে পরিচালনা ও তার জন্য সংগঠন তৈরি করেছেন। সমাজ প্রগতির কর্মী তৈরি করেছেন। সংগ্রামের মাধ্যমে শ্রমিক শ্রেণির ন্যায্য দাবি আদায়ে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা চির-স্মরণীয় হয়ে থাকবে। কমরেড আব্দুল মান্নানের অসমাপ্ত কাজ যদি আমরা সমাপ্ত করতে পারি তাহলেই তার প্রতি যথার্থভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।”
উল্লেখ্য মোঃ আব্দুল মান্নান গত ৯ অক্টোবর ২০২৩ ইং তারিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews