খুব প্রত্যুষেও জীবনের ডাকাডাকি
রাতভর ভাসতে থাকা কুয়াশার আত্মাহুতি
তবুও শিশির কৃতজ্ঞতায় ঝিকমিক করে !
মোড়ে মোড়ে প্রতীক্ষা প্রস্থানের তরে
যাবার যেন তড়িঘড়ি যতো !
তীব্র শীতে তবুও ঠাঁয় দাঁড়িয়ে পথিকের দল !
মিনিটের প্রহরগুলো বিলম্বিত চুইংগামের মতো !
তবুও আমি পলপল বেঁচে থাকি যেন যাবার জন্যই !
এইযে এতো শতো আসা যাওয়ার গান
কতো কতো বিরহে বারবার জীবন থমকে যায়!
থমকে যাই আমি তুমি সকলে !
বুকের পাঁজর দুমড়ে এতো শোক !
তবুও দেখো ঝলমল করে সব বাহারি পাতা
ক্রিসেনন্থিমাম কিংবা পুরবী লতা !
জীবন যেন নদী ভাঙা চর জাগার গল্প !
হাসি আর কান্নার মিশেল দেওযা