1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
ছবি- ফটো গ্যালারী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য আগামী ২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২০ নভেম্বর) এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব আতিয়ুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রেরণ করা হয়।

চিঠিতে বলা হয়, মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রত্যেক নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ লক্ষ্যে ৩০০টি নির্বাচনি এলাকায় ২৮ নভেম্বর ২০২৩ তারিখ হতে ০৪ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন। এ জন্য প্রতি ৩টি ইউনিয়নের জন্য ১ জন, দুর্গম (পার্বত্য এলাকাসহ) ও দূরবর্তী প্রতি ২টি ইউনিয়নের জন্য ১ জন, প্রতি পৌরসভার জন্য ৩ জন, তবে বৃহৎ পৌরসভার ক্ষেত্রে ৪ জন, সিটি কর্পোরেশন এর প্রতি ৪-৫টি সাধারণ ওয়ার্ডের জন্য ১ জন, তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ প্রতি ৩ ওয়ার্ডের জন্য ১ জন নিয়োগ দেওয়া হোক।

চিঠিতে আরো বলা হয়, সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যতীত সহকারী কমিশনার (ভূমি)কে সংশ্লিষ্ট উপজেলায়, থানায়, জোনে ও এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ প্রদান করা যাবে।

যেসব উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মরত নেই সেসব উপজেলা, বিভাগ ও জেলা পর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য হতে অথবা অন্যকোন দপ্তরে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য হতে নিয়োগ দেয়া যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ বিভাগীয় কমিশনারের সাথে সমন্বয় করত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews