আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ২৭ নভেম্বরের মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।লঘুচাপ হলে তা পরবর্তী সময়ে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। লঘুচাপ হলে এবং তা থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সে ক্ষেত্রে ডিসেম্বর মাসের শুরুর কয়েক দিন পর্যন্ত এর প্রভাব (তাপমাত্রা বেশি) থাকতে পারে। এরপর শীতের অনুভূতি বাড়তে পারে।
এদিকে আজ শনিবারের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।