1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সেনাপ্রধানের সঙ্গে ডব্লিউজিইআইডির ভাইস চেয়ারপারসনের সাক্ষাৎ এক লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, যেসব কারণে বাদ হতে পারে আবেদন পলাশবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়, সেনা হস্তক্ষেপে যাত্রীদের অর্থ ফেরত পায়ের ব্যথা যেসব রোগের লক্ষণ হতে পারে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ বর্ষার শুরুতেই সপ্তাহব্যাপী বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর হরমুজ প্রণালী: ইরানের এক অদৃশ্য কিন্তু কার্যকর অস্ত্র ঈদের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রবিবার অফিস খুলছে সোনাতলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে শিল্পপতি রিপনের আর্থিক অনুদান প্রদান মন্ত্রণালয়ের আশ্বাসে ১৬ ‍দিন পর আন্দোলন স্থগিত করল পল্লী বিদ্যুৎ সমিতি

এইচএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছেন। আজ রবিবার বেলা ১১টার দিকে গণভবনে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

বেলা ১১টা থেকে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং অনলাইনে পাবে শিক্ষার্থীরা।

এ ছাড়া শিক্ষামন্ত্রী দুপুর আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ ইআইআইএন (প্রতিষ্ঠানের নম্বর) ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে ফলাফল তালিকা ডাউনলোড করতে পারবে। অনলাইনে বা ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে সাধারণ বোর্ডের অধীনে ফলাফল পেতে শিক্ষার্থীদের এইচএসসি, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, এরপর রোল নম্বর ও বছর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

গণভবনে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঠিক সময়ে ফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আবারও অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে। এর মধ্যেও ঠিক সময়ে ফল প্রকাশের কারণে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা কাঙ্ক্ষিত ফল পায়নি তাদের প্রতি সহানুভূতি জানাতে অভিভাবকদের বিশেষ অনুরোধ করব।

তারা যাতে পড়াশোনায় আরো বেশি মনোযোগী হতে পারে সে জন্য তাদের উৎসাহ দিন।’

এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ছেলে ছয় লাখ ৮৮ হাজার ৮৮৭ এবং মেয়ে ছয় লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews