সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইইউর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সদস্যরা হলেন- নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড, নির্বাচন বিশ্লেষক আলেকজান্ডার ম্যাটাস ও সুইবেস শার্লট এবং আইনি বিশেষজ্ঞ রেবেকা কক্স।
তাঁরা আগামী দুই মাস বাংলাদেশে অবস্থান করে নির্বাচন ও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করবেন।
জানা গেছে, প্রতিনিধিদলটি আগামী রবিবার থেকে তাদের আনুষ্ঠানিক মিশন শুরু করবে। সেদিনই তারা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে।
ইইউ ২০১৮ সালের মতো এবারের নির্বাচনেও পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না।
গত ২০ সেপ্টেম্বর ইইউ বাংলাদেশ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। ইইউ-এর বাজেট স্বল্পতা এবং পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠালেও তেমন কোনো প্রভাব নির্বাচনপ্রক্রিয়ায় পড়বে না- এমন পর্যবেক্ষণও ছিল ওই চিঠিতে।
এরপর ইইউ বাংলাদেশের প্রতি তাদের অঙ্গীকারের অংশ হিসেবে আগামী নির্বাচনকে সামনে রেখে ছোট পরিসরে বিশেষজ্ঞ মিশন পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এদিকে বাংলাদেশে ইইউ ও এর সদস্য দেশগুলোর মিশনপ্রধানরা আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন।