ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছেন ঝিনাইদহের একটি আদালত। গঠনতন্ত্র ভঙ্গ করে নতুন সদস্য নিয়োগ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যখন তখন সদস্যদের বাদ দেয়ার অভিযোগে আদালতে দেং-৭১৬/২৩ নং- মামলা দায়ের করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য জাহিদ সুলতান শাওন। উভয় পক্ষের শুনানী অন্তে বিজ্ঞ আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করেন। গত মঙ্গলবার প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিবাদী করে ঝিনাইদহ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে আদালতের বিজ্ঞ বিচারক গোপল চন্দ্র সরকার দুই দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারী করেন। বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু আইনজীবীদের মাধ্যমে শোকজের জবাব দেন। শুনানী শেষে বিজ্ঞ আদালত নির্বাচনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। উল্লেখ্য আগামী ২ ডিসেম্বর ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে মাহমুদ হাসান টিপু-ফয়সাল ও এম রায়হান-নিজাম পরিষদ প্রতিদ্বন্দিতা করছিলেন। বাদী পক্ষে এডভোকেট শফিউল আলম ও ইলিয়াস আলমগীর বিবাদী পক্ষে এ্যাডভোকেট রিপন মামলাটি পরিচালনা করেন। আদালত আগামী বছরের ১০ জানুয়ারী মামলার পরবর্তী দিন ধার্য্য করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট