এ সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ উপস্থিত ছিলেন। তবে কি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার সকালে কমিশনের সঙ্গে বৈঠক করেন আইজিপি, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিকেলে বৈঠক করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সেদিন ডিবি প্রধান হারুন অর রশীদকে ইসিতে দেখা যায়। এরপর সারা দেশে ওসি ও ইউএনওদের বদলীর বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি জারি করে কমিশন।