1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা সবুজ পৃথিবী গড়তে কালীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচি আজ ১৮ আগস্ট ঐতিহাসিক নানকার বিদ্রোহ দিবস জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত সোনাতলার পিটিআই ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্নে বিশেষ আদেশ, ছাড় পেলেন যারা অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রবিবার বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: পুলিশ প্রেস কাউন্সিলের কমিটি থেকে আমার নাম প্রত্যাহারের অনুরোধ নূরুল কবীরের

সামনে অস্ত্রধারীরা আছে চালাকি করলেই সমস্যা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

“সামনে আস্ত্রসহ ১৫/২০ জন দাড়িয়ে আছে। কোন রকম চালাকি করবি না” এই বলে শহিদুল নামে এক ব্যক্তিকে কিডন্যাপ করার সময় জনতার হাতে ধরা পড়ে আসিফ আহম্মেদ নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে টিভি সেন্টারের সামনে। জনতার হাতে আটক আসিফ ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার আরিফ আহম্মেদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শৈলকুপার বোয়ালিয়া থেকে ঝিনাইদহ সদরের জোহান ড্রিম ভ্যালী পার্কে ঘুরতে আসা যুবক যুবতীদের বহনকারী একটি ইজিবাইকে টিভি রিলে স্টেশনের কাছে পৌছালে শহিদুল ইসলাম নামে ওই ইজিবাইকের এক যাত্রীকে আরেকটি ইজিবাইকে তুলে নেবার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় জনতা ছুটে এসে হাতে নাতে আসিফকে ধরে দরে ফেলে।

অভিযোগকারী বোয়ালিয়া গ্রামের শহিদুল ইমলাম জানান, তিনি ঘটনার সময় জোহান পার্কে যাচ্ছিলেন। দুপুরে ঝিনাইদহ শহরে পৌছে ইজিবাইক থেকে নামা মাত্রই আসিফ তাকে ধরে অন্য ইজিবাইকে তুলে নিয়ে বলে “কোন রকম চিৎকার চেচামেচি করলে সমস্যা হবে। সামনে আস্ত্রসহ ১৫/২০ জন দাড়িয়ে আছে। চালাকি করবি না”। এরপর তাকে ধরে নিয়ে টিভি রিলে স্টেশনের কাছে পৌছালে শহিদুল চিৎকার চেচামেচি করলে স্থানীয় জনতা এগিয়ে আসে এবং তাকে ধরে ফেলে।

ইজিবাইক চালক জাকির হোসেন জানান, এই চক্রটি বেশ কিছু দিন ধরে মানুষকে এ ভাবে ধরে নিয়ে হয়রানী করে আসছে। এতে ইজিবাইক চালকদের বদনাম হচ্ছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, আসিফকে ধরে জনতা পুলিশে দিয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews