জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে রোববার সকালে মুসামিয়া বুদ্ধি বিকাশ (অটিস্টিক) বিদ্যালয়ের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের মুজিব চত্বর ঘুরে বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুম মনিরা, শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও সুধিজন অংশ নেয়। র্যালী শেষে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক মোহাম্মদ আলী জোয়ার্দার, মাহবুব আলম, আনিছুর রহমান, আহমেদ আলী ও বিদ্যালয়ের থেরাফি শিক্ষক ফাতেমা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুর রহমান টুকু। আলোচনা সভায় বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন ও কল্যানে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।