সুপ্ত অনুভুতি
-কাজী শামীমা রুবী।
দুটি আঁখির কাজল করে
রাখবো তোমায় আঁখিপাতে।
আলো করে রাখবো তোমায়
দুচোখের ঐ মণিটাতে।
কালো কেশে রাখবো তোমায়
খোঁপায় তারার ফুল করে।
ভালোবাসা দেবো তোমায়
হাতটি বাড়াও বন্ধুত্বের তরে।
যেমন করে সাগর মেশে
আকাশের ঐ শেষ সীমান্তে।
পাখিরা সব বার্তা বয়ে
নিয়ে চলে দূর দূরান্তে।
তেমনি করে করবো ধারণ
বন্ধু তোমায় আমার বুকে।
যতোই দূরে থাকো তুমি
পাবে আমায় সুখে-দুঃখে।